বিজ্ঞপ্তি দিয়েও কোচ পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দল। গতকাল রবিবারও পাক দলের কোচ হওয়ার জন্য কোনো বিদেশি আবেদন করেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য শনিবার বলেছিল যে, পাঁচ বিদেশি আবেদন করেছেন।
দলের প্রধান কোচ, ব্যাটিং কোচ ও ফিল্ডিং কোচের জন্য আবেদন চাওয়া হয়। কোচ সিলেকশন কমিটি রবিবার তিন ধরনের কোচ হিসেবে ছয় জনের সংক্ষিপ্ত তালিকা করেছে। তবে এর মধ্যে কোনো বিদেশী নেই।
কমিটি প্রধান সাবেক অধিনায়ক ইন্তিখাব আলম জানিয়েছেন, তিন পদের জন্য সম্ভাব্য দু’জনকে নিয়ে একটা সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য তা পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের কাছে পাঠানো হবে।
সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদসহ এ কমিটির সদস্য কিংবদন্তী ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বলেন, এখন সময় স্থানীয় কোচদের কাজে লাগানো। কোনো বিদেশি আবেদন না করায় তিনি খুশি।
তবে সাবেক কোচ ওয়াকার ইউনুস, মহসিন খান এবং ইজাজ আহমেদ আবেদন করেছেন বলে জানা গেছে।- এএফপি।