অবশেষে মুশফিকুর রহিমদের ভারতে খেলার নিমন্ত্রণ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ২০১৬ সালে ভারতের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ।
এই খবরে সাথে সাথে ফুটবলেও যেন সুসময়ের হাওয়া বইছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার চিন্তা-ভাবনা করছে ভারতীয় ফুটবল ফেডারেশন। চলতি বছরের ৫ মার্চে গোয়ার জহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতীয় ফুটবল দল পরস্পরের মুখোমুখি হতে পারে।
গোলডটকম প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) না-কি প্রস্তাবও দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আর সেই প্রস্তাব গ্রহণও করেছে বাফুফে। যদিও ভেন্যু নিয়ে আপত্তি আছে টাইগারদের। বাফুফে গোয়ার পরিবর্তে পশ্চিম ভারতের কোথাও ম্যাচ খেলতে চায়। এই বিষয়টি জানা যায়।
বাংলাদেশ ও ভারত গেল সাফ ফুটবলে সর্বশেষ মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বের ওই ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়।
উল্লেখ্য, ফিফা র্যাংকিংয়ে ১৬৪ নম্বরে বাংলাদেশ। ব্লু টাইগার খ্যাত ভারত তার ঠিক আট ধাপ উপরে।