বাংলাদেশের সঙ্গে সর্বশেষ টেস্ট খেলেছেন তিলকারতেœ দিলশান। তরুণদের জায়গা দিতে সরে দাঁড়িয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। এখন ওয়ানডে ও টি-২০ খেলেন। অবসর নিয়েছেন বলে টেস্ট সিরিজে দেখা যায়নি এই হার্ডহিটার ব্যাটসম্যানকে। টি-২০ ও ওয়ানডে ক্রিকেট খেলতে এসেছেন বাংলাদেশে। কাল শুরু হবে দুই ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজটিকে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার। কাল অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখিতে তেমনই জানিয়েছেন দিলশান।
অধিনায়ক হিসেবে দিনেশ চন্ডিমলকে কেমন মনে হচ্ছে আপনার?
দিলশান : আমি মনে করি অধিনায়ক হিসেবে চন্ডিমল খুবই ভালো করছেন। গত কয়েকটি সিরিজে সে ভালো অধিনায়কত্ব করেছেন। এছাড়া দারুণ ক্রিকেটও খেলছেন। আমি মনে করি ভবিষ্যতের চিন্তায় তরুণদের এমন সুযোগ করে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আমি মনে করি অধিনায়ক হিসেবে সে খুবই ভালো।
নতুন-পুরনোদের সমন্বয়ে দল। টি-২০ বিশ্বকাপের আগে এই কম্বিনেশন কতটা কাজে দিবে?
দিলশান : আমি মনে করি দলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিশেষ করে তরুণদের জন্য। সাঙ্গাকারা-মাহেলা জয়াবর্ধনদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন তারা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও টি-২০ সিরিজ আসন্ন এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপে আমাদের অনেক কাজে দিবে। তাই আমার মনে হয় দলের প্রতিটি ক্রিকেটারের জন্য এ সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। বড় দুটি আসরে নামার আগে ভালো প্রস্তুতির জন্য প্রতিটি ক্রিকেটারই এই সুযোগটিকে কাজে লাগাতে চাইবেন।
কৌশলী সিলভাকে বলা হয় জয়সুরিয়ার উত্তরসূরি?
দিলশান : স্কোয়াডের ১৫ ক্রিকেটারই গুরুত্বপূর্ণ। কাউকে আলাদা করে গুরুত্ব দেওয়ার কিছু নেই। কৌশলী সিলভা শ্রীলঙ্কার উঠতি তারকা। গত কয়েকটি সিরিজে আমার সঙ্গে ব্যাটিং করছে সে। বোলারদের উপর চাপ সৃষ্টি করার সামর্থ্য রয়েছে তার। সুচিত্রা খুব ভালো স্পিনার। সব মিলিয়ে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে শ্রীলঙ্কা ভারসাম্যপূর্ণ একটি দল। আশা করছি আগামী কয়েকটা দিন আমরা সেরা ক্রিকেটই খেলব।
টেস্ট ক্রিকেটের চেয়ে ওয়ানডেতে বাংলাদেশ ভালো খেলছে...
দিলশান : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ শক্তিশালী দল। গত দুই-তিন বছর ধরে ভালো ক্রিকেট খেলেছে দলটি। এবার হোম গ্রাউন্ডে খেলবে। বাড়তি সুবিধা পাবে। আমি মনে করি সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সহজ হবে না বাংলাদেশকে হারানো।
বিপিএল খেলেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগবে?
দিলশান : আমি এবং আরও কয়েকজন শ্রীলঙ্কান খেলেছি এখানে। অনেক তরুণ ক্রিকেটার এখানে ভালো খেলে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। একটা বিষয় মনে রাখতে হবে, টি-২০ ক্রিকেটে ভুল করার কোনো সুযোগ নেই। সেরাটা খেলতে হবে দুই দলকে। সামনে আরও দুটি বড় আসর আছে। তাই আমি মনে করি শ্রীলঙ্কা ও বাংলাদেশের জন্য সিরিজটি খুব গুরুত্বপূর্ণ।