'মেসির গৌরবে আঘাত করলে এমনটাই হয়।' গত রবিবার গভীর রাতে ঘুম বাদ দিয়ে যারা বার্সেলোনা-সেভিয়া ম্যাচ দেখেছেন, তারা নিঃসন্দেহে বার্সেলোনার আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনোর সঙ্গে একমত হবেন। গত কয়েক সপ্তাহে মেসিকে অনেক অভিযোগ শুনতে হয়েছে। বিশ্বের নামিদামি অনেকেই বলেছেন, আগের সেই মেসিকে আর দেখা যাচ্ছে না। অসহ্য এই সময়টাতে মেসি ছিলেন নির্বিকার। সামনে লাফিয়ে পড়ার জন্য কিছুটা পিছিয়ে গিয়েছিলেন তিনি! হবে হয়ত। তবে যখন ফিরলেন, দেখা গেল মেসিতে তেমন পরিবর্তন নেই। ধারটাও ঠিক আগের মতোই রয়েছে। গত রবিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে বার্সেলোনা জয় পেয়েছে ৪-১ গোলে। দুটি গোল করে এবং একটি গোল করিয়ে মেসিই ছিলেন ম্যাচের মধ্যমণি।
বার্সেলোনার এ জয় লা লিগায়ও এনে দিয়েছে পরিবর্তন। গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার কাছে হেরে শীর্ষস্থান হারিয়েছিল কাতালানরা। গত রবিবার সেই স্থান পুনরুদ্ধার করল মার্টিনোর শিষ্যরা। ২৩ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট সংগ্রহ করে কাতালানরাই এখন লিগের সেরা দল। অবশ্য সমান ম্যাচে সমান পয়েন্ট সংগ্রহ করে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে সমান্তরালে। গোল ব্যবধানে পিছিয়ে থেকে রিয়াল দ্বিতীয় ও অ্যাটলেটিকো মাদ্রিদ তিন নম্বরে অবস্থান করছে।
মেসি লা লিগায় শেষ কবে গোল করেছেন? গত ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে করা গোলটা বাদ দিলে ফিরে যেতে হবে প্রায় সাড়ে চার মাস পিছনে। ২৮ সেপ্টেম্বর আলমেরিয়ার বিপক্ষে সর্বশেষ গোল করেছিলেন মেসি। এরপর ইনজুরি এবং অফ ফর্মের কারণে উন্মুক্ত যুদ্ধে আর কোনো গোল পাননি আর্জেন্টাইন এ জাদুকর। সাম্প্রতিক অতীতের সব ব্যর্থতা গত রবিবার ঝেড়ে ফেললেন সেভিয়ার মাঠে। আলবার্তোর গোলে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে গিয়েছিল সেভিয়া। পরেরটুকু বার্সেলোনার রূপকথার গল্প। ৩৪ মিনিটে মেসির চমৎকার ফ্রি কিক থেকে বল পেয়ে গোল করেন সানচেজ। ৪৪ মিনিটে ডি বঙ্রে ঠিক বাইরে থেকে বাম পায়ের দুর্দান্ত শটে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫৬ মিনিটে ইনিয়েস্তার কাছ থেকে বল পেয়ে সেভিয়ার ডিফেন্ডারদের বৃত্তের ভেতর থেকেই বাম পায়ের জাদুময় শটে গোল করেন মেসি। বার্সেলোনার বিজয় নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই। ম্যাচের ৮৮ মিনিটে সেস ফ্যাব্রিগাসের গোলটা ছিল বাড়তি পাওনা।