ওল্ড ট্র্যাফোর্ডকে একটা সময় দুর্ভেদ্য এক দুর্গে পরিণত করেছিলেন অ্যালেঙ্ ফার্গুসন। দুর্দান্ত সব প্রতিপক্ষও ওল্ড ট্র্যাফোর্ড জয় করার আগে শতবার চিন্তা করত। সেই দুর্গের দেওয়ালে এখন অসংখ্য ছিদ্র পথের সৃষ্টি হয়েছে। ওয়েস্ট ব্রমউইচের মতো দলও এখন সেই ছিদ্র পথে অবলীলায় বল নিয়ে ঢুকে পড়ে ম্যানইউর জালে। ডেভিড ময়েস কোনোভাবেই ফার্গুসনের রেখে যাওয়া দলটাকে সামনে ঠেলে দিতে পারেননি। বরং দিনে দিনে উল্টো পথেই হাঁটছে তারা। গত রবিবারও ব্যতিক্রম কিছু হয়নি। ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যামের সঙ্গে ২-২ গোলের ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে রেড ডেভিলদের। এই নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে ১৩ ম্যাচ খেলে ৪টিতে পরাজয় এবং ৩টিতে ড্র মেনে নিতে হলো ম্যানইউকে।