স্পট ফিক্সিং কেলেঙ্কারির থলের বিড়ালের তালিকাটা শুধু লম্বাই হচ্ছে। এ ব্যাপারে পাক ক্রিকেটারদের নিয়ে আলোচনার মাঠ সবসময় সরগরম থাকলেও এবার সেই তালিকায় যোগ হল ভারতীয় ছয় বিখ্যাত ক্রিকেটারের নাম। আইপিএল কেলেঙ্কারির হিটলিস্টে পড়ে গেছেন এই ছয়জন। এর মধ্যে পাঁচ জনই একদা ভারতীয় জার্সিতে বিশ্ব কাঁপিয়েছেন। আরেকজন এখনও ভারতীয় দলের নিয়মিত খেলোয়াড়। সোমবার আইপিএল ব্যাটিং ও স্পট ফিক্সিং নিয়ে সুপ্রিম কোর্টের বিশেষ তদন্ত কমিটি যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টেই আছে ওই ছয় জনের নাম।
শীর্ষ আদালতের তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট আই এস বৃন্দা তাঁর জবানবন্দীতে দু`জন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছেন। যদিও ক্রিকেটারদের নাম মুখ বন্ধ খামে আপাতত শীর্ষ আদালতের দখলে। ফলে অভিযুক্ত ক্রিকেটারদের নামগুলো এখনি জানার সুযোগ নেই।
স্পট ফিক্সিং সংক্রান্ত টেপ রেকর্ডিংয়ের সঙ্গে জড়িত একটি ক্রীড়া ম্যাগাজিনের সাংবাদিক অভিযুক্ত একজনের গলা চিনতে পেরেছেন। ওই সাংবাদিকের দাবি- অভিযুক্ত ক্রিকেটার বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন এবং অধুনা ভারতীয় দলেরও সদস্য।
সুপ্রিমকোর্টে পেশ করা রিপোর্ট অনুযায়ী ওই সাংবাদিক প্রথমদিকে অভিযুক্ত ক্রিকেটারদের নাম ফাঁস করতে চাননি। বহু অনুরোধের পর একজনের নাম জানিয়েছেন। ভীতসন্ত্রস্ত ওই সাংবাদিক বারবার অনুরোধ করেছেন কোনও ভাবেই তাঁর পরিচয় যেন প্রকাশ না করা হয়।