বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই টি-২০ ম্যাচের প্রথমটি চট্টগ্রামে শুরু হয়েছে। কুশাল পেরেরা ৪৪ বলে করেছেন ৬৪ রান।
বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানতে সক্ষম হন অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। শূন্য রানে দিলশানকে আউট করেন মাশরাফি।
পরে সাকিব আল হাসান ও রুবেল হোসেন বল করতে এসে শ্রীলংকার রানের চাকাকে কিছুটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। প্রথম ওভারেই সাকিব আউট করেন চান্ডিমালকে। তিনি করেন ১৮ রান। ২০ ওভার শেষে শ্রীলংকা ৭ উইকেটে ১৬৭ রান করেন। ফলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন হয় ১৬৯ রান।
বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্তজা ও আরাফাত সানি ২টি করে উইকেট নেন।