প্রস্তুতি নিচ্ছিলেন ক্যারিয়ারের ৫০ নম্বর টি-২০ ক্রিকেট খেলার। টি-২০ বিশ্বকাপের আগে সেটি আর হচ্ছে না মাহেলা জয়বর্ধনের। বাঁ হাতের তালু ফেটে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পারবেন না তিনি। তাই আজ সকাল সোয়া ৯টায় ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কা। অবশ্য এশিয়া কাপ খেলতে আবার ঢাকায় আসবেন লঙ্কান এই সাবেক অধিনায়ক। শ্রীলঙ্কান ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা ব্যাটসম্যান পরশু সন্ধ্যায় অনুশীলন করার সময় বাঁ হাতের তালু ফাটিয়ে ফেলেন ক্যাচ ধরতে যেয়ে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে। তালুতে সেলাই দেওয়া হয় তিনটি।