ক্লে কোর্টে ৩০০তম জয়ের রেকর্ড গড়লেন রাফায়েল নাদাল। মন্টে কার্লো মাস্টার্সে এ্যান্দ্রে সেপিকে ৬-১ ও ৬-৩ সেটে সরাসরি উড়িয়ে দিয়েছেন স্পেনের এ তারকা।
এই জয় দিয়ে ৩০০তম জয়ের রেকর্ড গড়ে খ্যাতির চূড়ায় পা রাখলেন এ টেনিস তারকা। বিশ্বের ১১তম টেনিস তারকা হিসেবে নাদাল এই সম্মান অর্জন করলেন।
এর আগে কার্লোস মোয়া ৩০০তম জয় পেয়েছিলেন ক্লে কোর্টে। ৩০০তম ম্যাচ জেতার পরে নাদাল বলেছেন, ‘ক্লে কোর্টে ফের স্বাচ্ছন্দ্য বোধ করছি। পরবর্তী রাউন্ডে ডেভিড ফেরারের বিরুদ্ধে কঠিন লড়াই। এই লড়াই জিতবে হবে।’