'আমি দীর্ঘ পথ ভ্রমণ করেছি। টিকিটের জন্য লাইনে আমিই সবার আগে দাঁড়াতে চেয়েছিলাম।' বলছিলেন রিও ডি জেনিরো থেকে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে আসা হুয়াও বস্কো কুরিয়া। প্রথম হতে না পারলেও দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি ব্রাজিল বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছেন। টিকিট কাউন্টার খোলার দুই ঘণ্টা আগে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। যে লক্ষ লক্ষ ফুটবলভক্ত ব্রাজিল বিশ্বকাপে টিকিটের জন্য আবেদন করেছেন, তাদের মধ্যে টিকিট বিতরণ শুরু করেছে ফিফা। দেশ জুড়ে বারটি বিশ্বকাপ আয়োজক শহরে অবস্থিত ফিফা ভেন্যু টিকিটিং সেন্টার থেকে টিকিট সংগ্রহ করেছেন ফুটবলভক্তরা। এপ্রিল এবং মে মাস জুড়ে টিকিট বিতরণ করবে সেন্টারগুলো। মঙ্গলবার থেকে শুক্রবার টিকিট সংগ্রহের সময় দুপুর ১২টা থেকে রাত ৮টা। শনিবার ও রবিবার টিকিট সংগ্রহের সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা। তবে ১ জুন থেকে সপ্তাহ জুড়ে টিকিট সংগ্রহ করা যাবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।