ইনজুরির কারণে নেইমার চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে মাঠে নামতে পারবেন, এমন সম্ভাবনা অনেকটাই কমে গেছে। অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান এই তরুণ তারকাকে। মৌসুমের শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নেইমারকে মাঠে নামানোর আশা করছে বার্সেলোনা। যদিও এখনো সবকিছুই অনিশ্চিত। এই ইনজুরি নেইমারের বিশ্বকাপে খেলা নিয়েও সংশয়ের সৃষ্টি করেছে ভক্তদের মনে। তবে ব্রাজিলিয়ান এই তরুণ তারকা বিশ্বকাপে খেলার দৃঢ়তা প্রকাশ করেছেন। গ্লোবো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, 'আমি সব সময়ই দুশ্চিন্তায় ছিলাম যে ইনজুরি আমাকে বিশ্বকাপ থেকে দূরে ঠেলে দিবে। তবে আগামী তিন সপ্তাহের মধ্যেই আমি মাঠে ফিরব। আমি বার্সেলোনার শেষ ম্যাচ খেলার আশা করছি।' নেইমারের এই দৃঢ়তায় ভক্তরা আশ্বস্ত হতে পারেন। তবে বাস্তবতাটা বুঝা যাবে চার সপ্তাহ পরেই।