পেশাদার ফুটবল লিগে ফেনী সকার পুরো পয়েন্ট সংগ্রহ করেছে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের দ্বিতীয় পর্বের লড়াইয়ে ফেনী ২-১ গোলে টিম বিজেএমসিকে পরাজিত করে। প্রথমার্ধে সাইফুলের গোলে বিজেএমসি এগিয়ে গেলেও ৫৮ ও ৮৯ মিনিটে চুকার ২ গোলে ফেনী জিতে যায়।