কোচ মারুফ বরখাস্ত
পেশাদার ফুটবল লিগে মাঝ পথেই বরখাস্ত হলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের কোচ মারুফুল হক। গত বছর তার প্রশিক্ষণেই দলটি ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ও লিগে শিরোপা জিতে ছিল। এবার সেই কোচকে বরখাস্ত করে শেখ রাসেল মন্টেনেগ্রোর ড্রাগন জুকানোভিচকে নতুন কোচের দায়িত্ব দিয়েছে। জানা গেছে, স্বাধীনতা কাপে ব্যর্থতার কারণেই ক্লাব এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। শুধু মারুফ নয়, তার দুই সহকারী জুলফিকার মাহমুদ মিন্টু ও গোলরক্ষক কোচ হূমায়ুনকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। ক্লাবের কাছ থেকে তারা এখনো পুরো পারিশ্রমিক বুঝে পায়নি।
ব্যাঙ্গালুরুর জয়
পার্থিব প্যাটেল ৪৫ বলে অপরাজিত ৫৭ রান। ৭ উইকেটের সহজ জয় পায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কোহলিদের টানা দ্বিতীয় জয় এটি। প্রথম ম্যাচে যুবরাজের দাপুটে ব্যাটিংয়ে দিল্লিকে হারিয়েছে তারা। কাল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে হারাল ব্যাঙ্গালুরু। এটি মুম্বাইয়ের টানা দ্বিতীয় হার। প্রথম ম্যাচে তারা কলকাতার কাছে হেরেছিল। অবশ্য জয়ের ভীতটা গড়ে দিয়েছিল বোলাররাই। মুম্বাইকে মাত্র ১১৫ রানে অলআউট করার পর ব্যাঙ্গালুরুর জয় ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মাত্র ১৭ রানের মধ্যে তিন উইকেট পড়ে যায়। রানের খাতা খোলার আগেই বিদায় নেন যুবরাজ সিং ও বিরাহ কোহলি। তবে চতুর্থ উইকেটে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ৯৯ রানের জুটি ব্যাঙ্গালুরুকে নিরাপদে পৌঁছে দেন প্যাটেল। ভিলিয়ার্স করেছেন ৪৫ রান। তবে ম্যাচ সেরা প্যাটেলই। দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ৪ উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। পরে দিল্লি হাতে তিন বল বাকি রেখে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
স্পিন কোচের খোঁজে বিসিবি
বাংলাদেশ পুরোপুরি স্পিননির্ভর দল। কিন্তু সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে ঘরের মাঠে ব্যর্থ বাংলাদেশের স্পিনাররা। ঘরের মাঠে মুশফিকরা হেরে গেছে হংকংয়ের মতো ‘ক্রিকেট শিশু’র কাছেও। এশিয়া কাপে আফগানিস্তানও পরাজিত করেছে বাংলাদেশকে। টি-২০ বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা যেখানে স্পিনারদের ওপর নির্ভর করেই পৌঁছে গেল ফাইনালে, সেখানে বাংলাদেশের স্পিনারদের হতাশাজনক পারফরম্যান্স শুধু দীর্ঘায়িত করেছে ব্যর্থতার তালিকা। তাই এবার স্পিন কোচের সন্ধানে নেমেছে ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমরা স্পেশালিস্ট স্পিন কোচের সন্ধান করছি। ইতোমধ্যে অনেকের সঙ্গে কথাও হয়েছে।’
এ যেন চেলসি
ধানমন্ডির ৮ নম্বর সড়কের মাঠ নিয়ে শেখ জামাল ও পরিবেশবাদীদের তর্ক-বিতর্ক তুঙ্গে। গতকাল এনিয়ে শেখ জামাল তাদের ক্লাব প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ধানমন্ডি মাঠে ঢুকেই সালাউদ্দিন বলে উঠলেন একি এতো যেন চেলসি ও লিভারপুলের পরিবেশ দেখছি। আগে কি পরিবেশ আর এখন পুরো পাল্টে গেছে। এ জন্য ক্লাব কর্মকর্তাদের ধন্যবাদ না জানিয়ে পারছি না।
শিরোনাম
- লিগ কাপের শেষ আটে ম্যানসিটি, টটেনহ্যামের বিদায়
- মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত ৩০
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩০ অক্টোবর)
- প্যালেসের কাছে হেরে লিগ কাপ থেকে লিভারপুলের বিদায়
- ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
- পেন্টাগনকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের
- ‘আমি সুন্দর হবো’ কনসার্টে গাইবেন সায়ান
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
এক ঝলক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর