রজার ফেদেরারের কাছে হেরে গেলেন বিশ্বের দু’নম্বর তারকা নোভাক জকোভিচ। মন্টে কার্লো ফাইনালে উঠলেন রজার ফেদেরার। ফাইনালে উঠে উচ্ছ্বসিত ফেদেরার। তিনি বলেছেন , 'আমি এদিন আক্রমণাত্মক টেনিস খেলার চেষ্টা করেছি। সেটা পেরেছি বলে ভাল লাগছে।'
আজ রবিবার ফাইনালে ওয়ারিঙ্কার মুখোমুখি হবেন ফেদেরার। অপর সেমিফাইনালে ডেভিড ফেরারকে হারিয়ে ফাইনালে উঠেছেন ওয়ারিঙ্কা।
৭-৫, ৬-২ গেমে জয় পেলেন এবারের আসরে ওয়াইল্ড কার্ডে আমন্ত্রিত চতুর্থ বাছাই। ২০০৬-০৮ সালে টানা তিনবার রাফায়েল নাদালের কাছে ফাইনালে হারের পর এবারই প্রথম শিরোপার লড়াইয়ে উঠলেন ফেদেরার। সুইস তারকা প্রথম মন্টে কার্লো শিরোপার জন্য লড়বেন।
অন্যদিকে কজ্বির চোটে এভাবে ছিটকে যাওয়াতে হতাশ জকোভিচ। এরপর ফারসি ওপেনে খেলতে পারবেন কি না তা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তিনি বলেছেন, 'অস্ত্রপচার করতে হচ্ছে না এটা ভাল কথা। এরপর ফের একটা এমআরআই হবে। তারপর চোট কতটা গুরুতর তা জানতে পারব। আপাতত সাত দিন বিশ্রাম নেব।'