দিবারাত্রির টেস্টের বিরোধিতা করেছেন ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন। মূল টেস্ট থেকে ডে-নাইট ম্যাচের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। লাল বলের জায়গায় ব্যবহার করা হবে পিঙ্ক কালারের বল। তাই ডে-নাইট টেস্টের জন্য নতুন পরিসংখ্যান তৈরির কথা বলেছেন ইংলিশ এ ব্যাটসম্যান। ১০৪ টেস্ট ম্যাচ খেলা পিটারসেনই প্রথম কোনো তারকা খেলোয়াড় যিনি ডে-নাইট টেস্টের পরিকল্পনার বিরোধিতা করলেন।
পিটারসেন বলেন, ‘আমি কখনো পিঙ্ক কালারের বল দিয়ে খেলিনি। যদি তারা ডে-নাইট টেস্ট শুরু করে তাহলে নতুন পরিসংখ্যান তৈরি করতে হবে। কারণ টেস্ট ম্যাচ থেকে এটি সম্পূর্ণ ভিন্ন। আমি একে মূর্খ সিদ্ধান্ত হিসেবে দেখছি।’
তিনি পিঙ্ক কালার বলের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন। পিটারসেন বলেন, ‘যদিও এ সম্পর্কে জানি না কিন্তু এটি নিয়ে আমি মজা করছি না। কর্তৃপক্ষ যদি ডে-নাইট ম্যাচ খেলাতেই চায় তবে ক্রিকেটের নতুন ফর্ম তৈরি করতে পারে। যদি ডারবানে ডে-নাইট টেস্ট খেলানো হয় তবে সূর্য ডুবার সময় আমি স্পিন বল দেখবো না। আর রাতে রাজত্ব থাকবে পেসারদের।’
পিটারসেন পিঙ্ক কালার বলের সমালোচনা করলেও ভারতীয় সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় তেমন কোনো বিরোধিতা করেননি। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া লীগে কিছুদিন আগে পিঙ্ক কালার বল ব্যবহার করা হয়। তাতে খুব বেশি শিহরিত হয়নি অস্ট্রেলীয়রা।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ডে-নাইট ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই টেস্টের জন্য নির্ধারিত পিঙ্ক কালার বলের ইতিমধ্যেই পরীক্ষা চালানো হয়েছে বিভিন্ন দেশের ঘরোয়া লীগে।