হার্ডহিটার ব্যাটসম্যান কেভিন পিটারসেনের ইংল্যান্ড দলে ফেরার কোনো সুযোগ নেই। দলের ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটন এ মন্তব্য করেছেন। গত অ্যাশেজ সিরিজের পর পিটারসেনকে দল থেকে বাদ দেওয়া হয়। তার দল থেকে বাদ পড়া নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করলেন পল।
পিটার মুরসকে দ্বিতীয় বারের মতো ইংল্যান্ড দলের কোচ হিসেবে ঘোষণা করতে এক সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। তখনই নতুন কোচ পিটারের আওতায় পিটারসেনের পুনরায় দলে ডাকা সম্পর্কে পল এ মন্তব্য করেন।
পল বলেন, 'পিটারসেন দল থেকে বিছিন্ন হয়ে পড়েছেন। তার দলে ফিরে আসার কোনো সম্ভাবনা আমি দেখছি না।' পিটারসেন গত সপ্তাহে দলে ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন।