গতকাল বিকালে নরফোকের ক্যারো রোডে খেলতে নামার আগে লিভারপুলের কাছে ভক্তদের দাবি ছিল, ‘আমাদেরকে স্বপ্ন দেখাও’। ‘মেক আস ড্রিম’ লেখা লাল ব্যাকগ্রাউন্ডের বিশাল ব্যানার নিয়ে মেলউড ট্রেনিং গ্রাউন্ডে হাজির হয়েছিলেন হাজার হাজার সমর্থক। লিভারপুল সমর্থকদের দাবিটা বুঝতে বাকি নেই স্টিভেন জেরার্ডদের। সেই ১৯৮৯-৯০ মৌসুমে শেষবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপায় চুমো খেয়েছিল অলরেডরা। এরপর কেটে গেছে দুই দুইটা যুগ। কতবার সমর্থকদের স্বপ্ন ভঙ্গ করেছে লিভারপুল! অথচ ইংলিশ লিগের শিরোপা একটা সময় অলরেডদের কাছেই বন্ধক দেওয়া ছিল। ১৮ বারের লিগ শিরোপাজয়ীরা গত ২৪ বছর ধরে শিরোপা খরায় ভুগছিল। লুইস সুয়ারেজরা কি অবশেষে বন্ধ্যত্মটা শেষ করতে চলেছেন! সান্ডারল্যান্ডের সঙ্গে ম্যানসিটির ড্র (২-২) এবং সান্ডারল্যান্ডের কাছে চেলসির পরাজয়ের (২-১) পর নরউইচের বিপক্ষে লিভারপুলের ৩-২ গোলের জয় কি উচ্চস্বরে সেই ঘোষণাই দেয়নি! এদিকে গতকাল আর্সেনাল ৩-০ গোলে হালসিটিকে হারিয়েছে। গতকাল বিকালে ম্যাচ জয়ের নায়ক ইংলিশ মিডফিল্ডার রহিম স্টারলিং। সুয়ারেজকে দিয়ে কেবল একটা গোল করাননি সেসঙ্গে দুই দুইটা গোল করে দলের জয়ে প্রধান ভূমিকা রেখেছেন তিনিই। বিশেষ করে তার দ্বিতীয় গোলটা ছিল দুর্দান্ত। নরউইচের জনসনের ভুল পাস থেকে বল পেয়ে যান স্টারলিং। বলতে গেলে একক প্রচেষ্টায় গোলটা করেন এই তরুণ ইংলিশ তারকা। লিগে সুয়ারেজের মোট গোল সংখ্যা ৩০। তবে কি এবার ইউরোপীয়ান গোল্ডেন বুটটা পাচ্ছেন সুয়ারেজই! লা লিগায় ২৮ গোল করে এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নরউইচ অবশ্য গ্যারি হুপার ও রবার্টের গোলে ব্যবধান কমিয়ে বড় ধরনের হুমকিই দিয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই জয় নিয়ে বাড়ি ফিরে অলরেডরা। এ জয়ের মাধ্যমে ৩৫ ম্যাচে লিভারপুলের সংগ্রহ দাঁড়াল ৮০ পয়েন্ট। সমান ম্যাচে পাঁচ পয়েন্ট (৭৫) কম নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। আগামী রবিবার এনফিল্ডে চেলসির বিপক্ষে অলরেডরা জয় পেলে শিরোপা নিশ্চিত হবে সেদিনই। হেরে গেলে পরের দুটি ম্যাচে ক্রিস্টাল প্যালেস ও নিউক্যাসলের বিপক্ষে জিততে হবে লিভারপুলকে। লিভারপুলের সমর্থকদের জন্য উচ্ছ্বাস করার প্রহর খুব বেশি দূরে নেই বুঝি! লিভারপুলের জয়ের আগের রাতে স্ট্যামফোর্ড ব্রিজে হোসে মরিনহোর চেলসি ২-১ গোলে পরাজয় মেনে নিয়েছে সান্ডারল্যান্ডের কাছে। বুড়ো স্যামুয়েল ইতোর গোলটা (১২) কেবল ব্ল–জদের জন্য ম্যাচে সুখস্মৃতি হয়েই থাকল। কনোর ও ফ্যাবিও বরিনির গোলে জয় নিয়েই স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ঘরে ফিরে সান্ডারল্যান্ড। চেলসি হেরে গেছে পয়েন্ট তালিকার বিশ নম্বর দলের সঙ্গে! এই বিস্ময় অবশ্য সান্ডারল্যান্ডের জন্য সুখেরই। ৩৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে রেলিগেশনের শিকার হতে চলেছে তারা। সামনের চার ম্যাচে ঠিকঠাক খেলতে পারলে এ যাত্রা হয়ত বেঁচে যাবে তারা! এদিকে এভারটন ২-০ গোলে হারিয়েছে ম্যান ইউকে।
শিরোনাম
- চ্যাম্পিয়নস লিগে বার্সা-ইন্টারের রোমাঞ্চকর ড্র
- জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
শিরোপার কাছাকাছি লিভারপুল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

‘মৎস্য ও প্রাণিসম্পদকে কৃষিখাত থেকে আলাদা করে সুবিধাবঞ্চিত করা হয়েছে’
১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

'উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে'
৭ ঘণ্টা আগে | জাতীয়