উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল ড্রয়ের পর রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ দুই ক্লাবই ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। ২৩ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল। এর আগে মানসিক লড়াইটা চলছে দুই দলের মধ্যে। চাপটা অবশ্য বায়ার্ন মিউনিখের উপরই বেশি। বিশেষ করে বুরুসিয়া ডর্টমুন্ডের কাছে পরাজয়ের পর বায়ার্ন মিউনিখ অনেকটাই ব্যাকফুটে। অন্যদিকে এল ক্লাসিকো জিতে কোপা দেল রে কাপের শিরোপা ঘরে তুলে রিয়াল মাদ্রিদ আছে আত্দবিশ্বাসের তুঙ্গে। শনিবার বায়ার্ন মিউনিখ শেষবারের মতো প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছিল। এইনট্র্যাক্টের বিপক্ষে গার্ডিওলার শিষ্যরা জয় পেয়েছে ২-০ গোলে। ক্লাউডিও পিজারো এবং মারিও মানজুকিচের গোলেই জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এ জয়ের পর হারানো বিশ্বাস কিছুটা হলেও ফিরে পেয়েছে গার্ডিওলার শিষ্যরা। তবে পেপ গার্ডিওলা এতটা আশ্বস্ত হতে পারছেন কই!
'রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে আধিপত্য বিস্তার করতে পারলেই কেবল আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পেঁৗছতে পারবো।' গার্ডিওলার দৃষ্টিতে বায়ার্ন মিউনিখ বর্তমানে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বায়ার্ন মিউনিখকে নিয়ে ভেবে চলেছেন পেপ গার্ডিওলা। অবশ্য যে কোনো বড় ম্যাচের আগে নিজেদের সমালোচনা করা স্প্যানিশ এই কোচের পুরনো অভ্যাস।
এতে নতুন করে উজ্জীবিত হওয়ার প্রেরণা পান গার্ডিওলা। পুরনো কৌশলে কি পুরনো প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ঘায়েল করতে পারবেন তিনি! তবে রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ ম্যাচটা চলতি মৌসুমের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে ভক্তদের জন্য। বিষয়টা স্বীকার করেছেন বায়ার্ন মিউনিখের চেয়ারম্যান্স কার্ল হেইঞ্জ রুমেনিগেও।