রাজনৈতিক অস্থিতিশীলতায় টি-২০ বিশ্বকাপ আসর গড়ানো নিয়ে জন্ম হয়েছিল শঙ্কার। কিন্তু সব শঙ্কাকে দূর করে খুব ভালোভাবেই আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোখ বন্ধ করে বলা যায় সফল আয়োজন। সফল ও সুন্দর আয়োজনের জন্য ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি অভিনন্দনও জানিয়েছে বিসিবিকে। টি-২০ বিশ্বকাপের রেশ কাটার আগেই ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব পেয়েছে বিসিবি। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের আয়োজক ভারত এবং ২০১৭ সালের মহিলা বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ইংল্যান্ডকে। বাংলাদেশ এর আগেও অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের আয়োজক হয়েছিল। ২০০৪ সালে সফলভাবেই আয়োজন করেছিল যুব বিশ্বকাপের। ওই আমলে প্লেট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের যুবারা। মূল আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান যুবারা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আসর বসছে বাংলাদেশে।