সাকিব বলেই
আইপিএল ভারতের অভ্যন্তরীণ টুর্নামেন্ট। তারপরও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের এনিয়ে আগ্রহের কমতি নেই। টিভি পর্দা থেকে অনেকে চোখই ফেরাতে চান না। কথা হচ্ছে ভারতীয় মিডিয়া যেখানে বাংলাদেশের ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছে না। সেখানে আইপিএলকে ঘিরে এত মাতোয়ারা কেন? এ ব্যাপারে বিসিবির এক কর্মকর্তা বললেন, আসলে সাকিব আছে বলেই বাংলাদেশ আইপিএলকে গুরুত্ব দিচ্ছে। কলকাতা নাইট রাইডার্সে ও না থাকলে কেউ এ টুর্নামেন্টকে গুরুত্ব দিতেন না।
হেজাজিই সেরা
শেষ পর্যন্ত শেখ রাসেল ক্রীড়াচক্রও বিদেশি কোচ নিয়োগ দিল। মারুফুল হককে অব্যাহতি দেওয়ায় বিপ্লবরা এখন বিদেশিকেই গুরু হিসেবে মানবেন। কথা উঠেছে এত বিদেশি ভিড়ে ঢাকার মাঠে যোগ্য কোচ কে? এ ব্যাপারে জাতীয় দলের সাবেক এক অধিনায়ককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আসলে কোন দলে কোন দেশের কোচ নিয়োগ দেওয়া হয়েছে তা আমিও জানি না। তবে এতটুকু বলতে পারি যতই দেশি কোচদের অবহেলা করা হোক না কেন যোগ্যতাসম্পন্ন বিদেশি কোচ যে নেই তা আমি নিশ্চিত। ঢাকার মাঠে এখন পর্যন্ত আমার দৃষ্টিতে নাসের হেজাজিকেই সেরা বিদেশি কোচ মনে হয়েছে।
বর্ডার গার্ড জয়ী
ওয়ালটন স্মার্টফোন প্রিমিয়ার কাবাডি লিগে বর্ডার গার্ড বাংলাদেশ সহজ জয়ের মুখ দেখেছে। গতকাল কাবাডির নিজ ভেন্যুতে অনুষ্ঠিত খেলায় তারা ১ লোনাসহ ১৯-১০ পয়েন্টে বিমান বাহিনীকে পরাজিত করে। দিনের প্রথম ম্যাচে সেনাবাহিনী ৩ লোনাসহ ৪৯-৯ পয়েন্টে মানিকনগর কাবাডি ক্লাবকে হারিয়ে দেয়।