আইপিএল দুর্নীতি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি করার সিদ্ধান্ত নিল বিসিসিআই। গতকাল রবিবার বোর্ডের গভর্নিং বডির সভায় প্রস্তাবিত এই কমিটিতে ছিলেন প্রাক্তন সিবিআই প্রধান আর কে রাঘবন, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জে এন প্যাটেল এবং দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায় রবি শাস্ত্রী। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আপিএল দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানিতে নয়া কমিটি করার প্রস্তাব জানাবে ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
২০১৩ সালের ২২ এপ্রিল শীর্ষ আদালতে আইপিএলে স্পট ফিক্সিং ও বেটিং মামলার শুনানি হয়। এর আগে রবিবার দুপুরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বোর্ডের প্রধান দপ্তরে জরুরি বৈঠক বসেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি শিবলাল যাদব এবং প্রাক্তন বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহর। ঠিক হয়, আদালতের নির্দেশে দুর্নীতি খতিয়ে দেখতে বোর্ডের নিজস্ব তদন্ত কমিটি গড়া হবে। এরপর শুরু হয় বিশেষ তদন্তকারী প্যানেলের সম্ভাব্য সদস্য তালিকা তৈরির প্রক্রিয়া। বেশ কিছু নাম নিয়ে চিন্তাভাবনা করা হয়। এমন কি, আলোচনায় উঠে আসে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের নামও। শেষ পর্যন্ত চূড়ান্ত হয় রাঘবন, প্যাটেল ও শাস্ত্রীর নাম।