মন্তে কার্লো মাস্টার্সে চ্যাম্পিয়ন হলেন সুইস তারকা স্তানিসলাস ভাবরিঙ্কা। স্বদেশি লেজেন্ড রজার ফেদেরারকে হারিয়ে তিনি প্রথমবারের মতো মোনাকোর মাস্টার্সে শিরোপা জিতলেন। আর দীর্ঘ ১৪ বছর পর দর্শকরা দেখতে পেল অল সুইস ফাইনাল। ম্যাচে একটিমাত্র গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্তানিসলাস ভাবরিঙ্কার বিপক্ষে ফেবারিট ছিলেন ১৭টি গ্র্যান্ড স্ল্যামজয়ী রজার ফেদেরার। কিন্তু দ্বিতীয় সেটে গিয়েই হোঁচট খেলেন তিনি। আক্রমণাত্মক ব্যাকহ্যান্ড দিয়ে ফেদেরারকে পরাস্ত করেন ভাবরিঙ্কা।
রবিবার অনুষ্ঠিত ফাইনালে ভাবরিঙ্কা ৪-৬, ৭-৬ (৫), ৬-২ গেমে ফেদেরারকে হারান।
ম্যাচ শেষে হাস্যোজ্জল ভাবরিঙ্কা বলেন,‘এখানে আমার প্রথম মাস্টার্স শিরোপা জেতাটা ব্যতিক্রম।’
প্রিয় বন্ধুর [ভাবরিঙ্কা] ক্যারিয়ারের ৭ম টাইটেল জয়ের পর অভিনন্দন জানিয়ে ফেদেরার বলেন ,‘এখানে দারুণ এক সপ্তাহ কেটেছে। অভিনন্দন স্তানকে।’