রবিবারের ম্যাচেও হারের বৃত্তেই থাকার শঙ্কা জেগেছিল বার্সেলোনার। শেষ পর্যন্ত পেদ্রো রদ্রিগেজ ও লিওনেল মেসির গোলে উদ্ধার হলেন তারা। পিছিয়ে থেকেও অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ২-১ গোলে জিতেছে কাতালানরা। এর ফলে তিন ম্যাচ হারের পর জয়ের দেখা পেল দলটি। গতকালের ম্যাচে দর্শকও তুলনামূলক কম ছিল। তবে বার্সা ও বিলবাও দর্শকদের মজা দিয়েছে ভালোই।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য গেলেও দ্বিতীয়ার্ধে ফিরেই পঞ্চম মিনিটেই গোল করে বসে বিলবাওর এরিৎজ আদুরিজ। প্রথমে গোল খেয়ে টানা চতুর্থ হারের শঙ্কায় পড়েছিল বার্সা। কিন্তু পেদ্রো ৭২ মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন। ঠিক ৬০ সেকেন্ড পর মেসি ফ্রি কিক থেকে আরেকটি গোলটি করেন। এর পর আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
এর আগে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল, লা লিগা ও কোপা ডেল রে ফাইনালে হারে বাসেলোনা। লিগ ম্যাচ দিয়ে আবারও জয়ের ধারায় ফিরল তারা, আর শিরোপা ধরে রাখার আশাও বাঁচিয়ে রাখল।
এই জয়ে অ্যাতলেতিকো মাদ্রিদের (৮৫) পরে ফের দুই নম্বরে উঠে এল বার্সা (৮১)। এক ম্যাচ কম খেলে তিন নম্বরে রিয়াল মাদ্রিদ।