ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কেমার রোচ অল্পের জন্য গাড়ি দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন। জন্মস্থান বার্বাডোজে এ ঘটনা ঘটে। ড্রাইভিং করার সময় ২৫ বছর বয়সী রোচ বিএমডব্লিউ সেডান নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান। থ্রি ডব্লিউএস পার্ক থেকে মাত্র আধা মাইল দূরত্বে দুর্ঘটনাটি ঘটে। তার গাড়ির দুটি চাকাই ভেঙ্গে যায়।
রোচ মাথায় চোট পেলে তাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারাত্মক কোনো আঘাত পাননি। এ ঘটনার কয়েক ঘন্টা পর তিনি টুইটারে লিখেন, ‘এই ঘটনার জন্য বন্ধুবান্ধব, পরিবার এবং ভক্তদের কাছে আমি দুঃখিত। আমি ভালো আছি।’
কেমার রোচ ক্যারিবীয়দের হয়ে ২৩ টেস্টে ৮৫ উইকেট এবং ৬১ ওয়ানডেতে ৯৪ উইকেট নিয়েছেন। তবে গত এক বছর ধরে ইনজুরির কারণে তিনি দলের বাইরে আছেন।