ক্রিকেট খেলা গড়াপেটাকারী নেটওয়ার্কের ৬ ব্যক্তিকে আজ ভারতের জয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে। শহরের এক হোটেলে পুলিশি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় বলে এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন আকাশ মাথুর,করণ শর্মা, মুকেশ মীনা, ভেদপ্রকাশ জাত, লালচাঁদ কারভা ও ফয়জাল।
অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ৭ হাজার ৮'শ রুপি ও লাখ লাখ রুপি লেনদেনসংক্রান্ত কাগজপত্র, ৯টি মোবাইল সেট, একটি ল্যাপটপ ও একটি এলইডি টিভি উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
গ্রেফতারকৃতরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ [আইপিএল] গড়াপেটার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।