দুর্ভাগ্যজনকভাবে ঝরে গেল এক জুনিয়র ফুটবলারের প্রাণ। খেলোয়াড়ের ভারসাম্যহীন লাথি খেয়ে মারা গেলেন সাইলভিয়ান আজউগুই নামে বঙ্গোভাইল ফুটবল ক্লাবের গোলরক্ষক।
গত রবিবার পশ্চিম আফ্রিকার গ্যাবনে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, এসি বঙ্গোভাইল ও সেন্টার এমব্রি স্পোর্টিফ ক্লাবের মধ্যে চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের খেলা চলছিল। খেলা চলাকালে বঙ্গোভাইল ফুটবল ক্লাবের গোলরক্ষক সাইলভিয়ান আজউগুই দ্রুত ছুটে আসা বলকে গোল থেকে বাঁচান। কিন্তু মাঠ ভেজা থাকায় বিপক্ষের খেলোয়াড় ভারসাম্য হারিয়ে গোলরক্ষকের মাথায় আঘাত করেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই গোলরক্ষক মৃত্যুবরণ করেন।
মৃত্যুর শোক বার্তায় এসি বঙ্গোভাইল ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ বছরের এ প্রতিভাবান খেলোয়াড়ের মৃত্যুর ঘটনায় তারা গভীর শোকাহত।