কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভিরকে বোলিং শিখতে বলেছেন তার স্ত্রী! না, নিছক কৌতুক করেননি মিসেস গম্ভির। আসলেই বোলিং শিখতে বলেছেন তিনি। কারণ, ব্যাট হাতে আর সুবিধা করতে পারছেন না ভারতীয় দলের বাইরে থাকা এই ওপেনার।
চলমান আইপিএল'র প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দারুণ এক জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা জয় পেলেও তাদের অধিনায়ক গম্ভির আউট হয়ে গেছেন শূন্যতেই। এরপরই ফোন করেছিলেন গম্ভিরের স্ত্রী।
কেমন চলছে দিনকাল- এমন প্রশ্নের উত্তরে বেশ খুশি ভাব নিয়েই উত্তর দিচ্ছিলেন গম্ভির। কিন্তু স্ত্রী যখন বলে বসেছেন তার ব্যাটিংয়ের এই দুর্দশা কেন; গম্ভির প্রায় চুপ মেরে গেছেন।
স্বামীকে তাই পরামর্শ দিয়েছেন স্ত্রী। বলেছেন, 'ব্যাটিং যখন পারছো না, তখন একটু বোলিং শিখো। তাতে ব্যাট হাতে ব্যর্থ হলেও তোমার করার মতো কিছু থাকবে।'