এম জে এল বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সম্প্রতি চট্টগ্রামে শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ৬ষ্ঠ মবিল কাপ গলফ অনুষ্ঠিত হয়। এয়ার কমোডোর মো. হুমায়ূন কবির, এনডিসি, পিএসসি এয়ার অফিসার কমান্ডিং বিএএফ বেইজ জহুরুল হক প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় এম জে এল'র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সানাউল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।