ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) ফর্মে থাকা দল কিংস ইলেভেন পাঞ্জাব তাদের টি-টোয়েন্টি তারকা গ্লেন ম্যাক্সওয়েলের অসাধারণ নৈপূণ্যে টানা তৃতীয় জয় তুলে চলতি আইপিএল শিরোপার অন্যতম দাবীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। গতকাল তারা শারজাহতে দিনের একমাত্র খেলায় হায়দেরাবাদ সানরাইজার্সকে ৭২ রানে হারায়। ম্যাক্সওয়েল সিরিজে দ্বিতীয়বারের মতো ৯৫ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন।
জয়ের জন্য ১৯৪ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে সানরাইজার্স শুরু থেকেই লক্ষ্মিপতি বালাজি ও অন্যদের নিপূণ বোলিংয়ে খেই হারিয়ে ফেলে। নিয়মিত বিরতীতে উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় তারা। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে মাত্র ১২১ রান করে গুটিয়ে যায় তাদের ইনিংস।
সানরাইজার্সের পক্ষে উইকেটরক্ষক লোকেশ রাহুল সর্বোচ্চ ২৭ এবং অসি ওপেনার অ্যারন ফিঞ্চ ১৯ রান করেন। বালাজি অসাধারণ নিয়ন্ত্রিত বল করে ৪ ওভারে মাত্র ১৩ রানের খরচায় ৪ উইকেট নেন। এছাড়াও অক্ষর প্যাটেল ২০ রানে এবং মিচেল জনসন ২৬ রানে দুটি করে উইকেট নেন।
এর আগে শারজাহতে দিনের একমাত্র খেলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক শিখর ধাওয়ান। ফলে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে পাঞ্জাব। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন ম্যাক্সওয়েল। ৪৩ বলে ৯ ছয় ও ৫ বাউন্ডারিতে ৯৫ রানের এই ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়াও চেতেশ্বর পুজারা ৩৫(৩২) ও বিরেন্দর শেবাগ ৩০(২২) রান করেন।
সানরাইজার্সের পক্ষে বল হাতে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও ৪ ওভারে ৫৬ রান দিয়ে ২ উইকেট নেন অমিত মিশ্র।
সংক্ষিপ্ত স্কোর:
কিংস ইলেভেন পাঞ্জাব ২০ ওভার ১৯৩/৬ (ম্যাক্সওয়েল ৯৫, পুজারা ৩৫, শেবাগ ৩০, মিলার ১০, বেইলি ১০, ভুবনেশ্বর ৩/১৯, মিশ্র ২/৫৬, স্যামি ১/২২)
সানরাইজার্স হায়দেরাবাদ ১৯.২ ওভার ১২১ (রাহুল ২৭, ফিঞ্চ ১৯, স্যামি ১৫, স্টেইন ১২, শর্মা ১০, বালাজি ৪/১৩, প্যাটেল ২/২০, জনসন ২/২৬)