চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে গোলশূন্য ড্র করল চেলসি। ম্যাচ চলাকালীন সময় ইনজুরিতে পড়েন চেলসির গোলরক্ষক পিটার চেচ ও ডিফেন্ডার জন টেরি।
ম্যাচ চলাকালীন সময় ১৮ মিনিটে মরিনহোর নিয়মিত গোলরক্ষক পিটার চেচ ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। ফলে গোল পেতে আরো মড়িয়ে হয়ে খেলে অ্যাটলেটিকো। ম্যাচে অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রণ থাকে অ্যাটলেটিকোর কাছে। সেই সাথে আক্রমণও বেশি করে তারা। কিন্তু শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হয় বদলি গোলরক্ষক মার্ক সোয়ার্জারের কল্যানে।
প্রথম লেগ কোন মতে গোলশূন্যভাবে পার করলেও দ্বিতীয় লেগে চ্যাম্পিয়নস লিগ লড়াইয়ে টিকে থাকতে বেশ ঘাম ঝড়াতে হবে মরিনহোর শিষ্যদের। কেননা এই দিন ম্যাচের ৭৩ মিনিটে ইনজুরিতে পড়েন চেলসির আরেক নির্ভরযোগ্য ডিফেন্ডার জন টেরি। ফলে লড়াইয়ে টিকে থাকতে হলে নতুন করে দল নিয়ে পরিকল্পনা করতে হবে মরিনহোকে।