সিনিয়র বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতীয় মহিলা স্নুকার চিত্রা মাগিমাইরাজ।
গতকাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বেলারুশের এলিনাকে হারিয়ে দিয়ে এই খেতাব জিতেছেন তিনি। ম্যাচের ফল ৩-০।
বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপের প্রথম দিকে নিজেকে ঠিক মতো ধরতে পারেনি মাগিমাইরাজ। কিন্তু প্রতিযোগিতা যত গড়িয়েছে ততই নিজেকে অন্য পর্যায়ে মেলে ধরেছেন মাগিমাইরাজ। সেমিফাইনালে ভারতীয় স্নুকার রেভানা উমা দেবীকে ২-০ ফলে হারিয়েছিলেন তিনি। সেমিফাইনালে ভালভাবে জেতার পরেই প্রয়োজনীয় অত্মবিশ্বাস পেয়ে গিয়েছিলেন মাগিমাইরাজ।