ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ফিক্সিং তদন্তে গঠিত নতুন কমিটির প্রস্তাব খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতের সাবেক অলরাউন্ডার রবি শাস্ত্রীসহ বিসিসিআইর ৩ সদস্যের কমিটির প্রস্তাবের বিপক্ষে এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয় কোর্ট। এ কমিটিতে ছিলেন সাবেক সিবিআই পরিচালক আর কে রাঘবন, কলকাতা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপ্রতি জেএন প্যাটেল ও রবি শাস্ত্রী।
গতকাল আদালতে রবি শাস্ত্রী ও বিচারপতি জেএন প্যাটেলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। বিসিসিআই’র অন্তর্বর্তী দায়িত্বে রয়েছেন প্যাটেলের এক আত্মীয়। আর বোর্ডের সঙ্গে চুক্তি থাকায় প্রশ্ন ওঠে শাস্ত্রীকে নিয়ে। এর আগে তদন্ত কাজের জন্য নতুন কমিটি গঠনের জন্য বিসিসিআইকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
কোর্ট আবারও মুকুল মুদগাল কমিটিকে ঝিমিয়ে পড়া আইপিএলের ফিক্সিং তদন্ত চালিয়ে যেতে বলেছে। অন্যান্য তদন্ত সংস্থাকেও সহযোগিতা করতে বলা হয়েছে কমিটিকে। মুদগাল কমিটি ২০১৩ সালে অনুষ্ঠিত আইপিএলের ফিক্সিং মামলার প্রথম তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই রিপোর্টে ১৩ জনের নাম এসেছিল।