দিয়েগো সাইমন এবং হোসে মরিনহো। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদ-চেলসির লড়াইয়ে দুই প্রধান পরিকল্পনাবিদ। ডাক-আউটে দাঁড়িয়ে দুই কোচ শিষ্যদের চিৎকার করে একের পর এক দিক-নির্দেশনা দিয়ে চলেছেন। নির্দেশনা বলতে, প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার কৌশল বাতলে দেওয়া। দুই কোচের অতি রক্ষণাত্মক মনোভাব চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের সৌন্দর্য্যেই মেখে দিল কালিমা। আক্রমণের চেয়ে দুই দলই ছিল আক্রমণ রুখবার তালে! ম্যাচটা শেষ পর্যন্ত দুই দলের কোচকেই সন্তুষ্ট করল। গোল শূন্য ড্র নিয়ে ভিসেন্ট ক্যালডেরন ছাড়ল দুই দল। কিন্তু ভক্তরা! অ্যাটলেটিকো মাদ্রিদের ভক্তরা চরম বিরক্তি নিয়েই বাড়ি ফিরল।
অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে গোল শূন্য ড্র। লাভ হলো কার! মরিনহোর নাকি দিয়েগো সাইমনের! গোল শূন্য ড্র হওয়াতে একদিক থেকে সুবিধা হলো অ্যাটলেটিকো মাদ্রিদেরই। স্ট্যামফোর্ড ব্রিজে ১-১ গোলে ড্র করলেও অ্যাওয়ে গোলের হিসেবে ফাইনালে পৌঁছে যাবে দিয়েগো সাইমনের শিষ্যরা।
এফএ কাপ থেকে অনেক আগেই বিদায় নিয়েছে মরিনহোর চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে থাকায় ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাও অধরাই মনে হচ্ছে। হোসে মরিনহো সব ভুলে এবার দৃষ্টি দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের দিকে। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গোল শূন্য ড্রয়ের পর তিনি বলেছেন, 'আমার প্রথম দৃষ্টি হচ্ছে এখন চ্যাম্পিয়ন্স লিগের দিকে।' চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করলে তিনি হবেন প্রথম কোচ যিনি তিনটা ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন। এর আগে পোর্তো এবং ইন্টার মিলানের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন মরিনহো। এদিকে দিয়েগো সাইমনের সামনে সুযোগ এসেছে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয় করার। আর্জেন্টাইন এই কোচ আর্জেন্টিনায় সফলতা পেয়েই স্পেনে এসেছেন। স্প্যানিশ লা লিগা এখন হাতের মুঠোয়। খুব বড় ধরনের অঘটন না ঘটলে শিরোপা থেকে মাত্র চার ধাপ দূরে দাঁড়িয়ে আছেন তিনি। লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও কি জয় করতে চলেছেন দিয়েগো সাইমন!