দুনিয়া কাঁপানো বিশ্বকাপ ফুটবলের যাত্রা হয়েছিল ১৯৩০ সালে। এ তথ্য নিশ্চয় কারোর অজানা নয়। আয়োজক উরুগুয়ে প্রথম বিশ্বকাপ জেতার কৃতিত্ব পেয়েছিল, এ তথ্যও অজানা নেই। কিন্তু প্রথম বিশ্বকাপের অনেক ঘটনা রয়েছে যা অজানা থেকে গেছে। যেমন ১৯৩০ সালে বিশ্বকাপ শুরু হয়েছিল ১৩ জুলাই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স ও মেক্সিকো। ৪-১ গোলে জয়লাভ করে ফরাসিরা। বিশ্বকাপে প্রথম গোল করার কৃতিত্ব ফ্রান্সের লসিয়েন লাউরেন্তের। সেবার মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করাতে পেরুর অধিনায়ক মারিও ডেলাস কাসাস বহিষ্কৃৃত হন। ম্যাচটি রুমানিয়ার বিপক্ষে। বিশ্বকাপ প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব আর্জেন্টিনার গুইয়ারমো স্টাবিলের। ওই ম্যাচে আর্জেন্টিনা ৬-৩ গোলে মেক্সিকোকে পরাজিত করে। এখন তিন গোল করলেই হ্যাটট্রিকের কৃতিত্ব পাওয়া যায়। তখন টানা তিন গোল করতে পারলে হ্যাটট্রিক হতো। বিশ্বকাপে প্রথম পেনাল্টির নির্দেশ দেন বলিভিয়ার রেফারি সসেডো। অবশ্য সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টিনার পাতেরনস্তার।