আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে হার। তারপর আবার গতকালের প্রতিপক্ষ ফেনী সকার স্বাধীনতা কাপে ফাইনাল খেলাতে ঢাকা আবাহনী বেশ সতর্ক হয়ে মাঠে নেমেছিল। এ সতর্কতায় ফেনীকে ২-১ গোলে হারিয়ে আবাহনী পুরো পয়েন্ট সংগ্রহ করেছে ঠিকই। কিন্তু সমর্থকদের মন ভরাতে পারেনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে আবাহনীর বিপক্ষে ফেনী সমান তালে লড়াই করে। প্রথম পর্বে পয়েন্ট তালিকায় সর্বনিম্ন থাকলেও পেশাদার ফুটবল লিগে দ্বিতীয় পর্বটা তাদের চ্যালেঞ্জের হবে সেই আভাস ফেনী দিয়েছিল। স্বাধীনতা কাপে রানার্স আপ হয়ে। আগের ম্যাচে পিছিয়ে থেকেও টিম বিজেএমসিকে পরাজিত করেছিল সকার। কালও ২২ মিনিটে তারা পিছিয়ে যায়। জামাল গোল করে আবাহনীকে এগিয়ে রাখলেও ২০ মিনিট পর ফ্রি কিকে সমতা ফেরান ল্যান্ডিং। দ্বিতীয়ার্ধে দু'দলই সমানভাবে আক্রমণ চালায়। কিন্তু গোলের দেখা না পাওয়াতে মনে হচ্ছিল আবাহনীকে মূল্যবান পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হবে না শেষের দিকে ভাগ্য সহয়তা করে পেশাদার লিগে সর্বোচ্চ শিরোপা জেতা দলটির। ৮৩ মিনিটে সুয়ারেজের পাশে তৌহিদুল গোল করে আবাহনীকে মূল্যবান জয়ের মুখ দেখার এ জয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থান ধরে রেখেছে তারা।