গত কয়েক আসর থেকে আইপিএল মাতিয়ে রাখেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। কিন্তু এবার ইনজুরিতে ক্যারিবীয় ঝড়। প্রথম পর্বের ম্যাচে মাঠে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আইপিএলের ভক্তরা অবশ্য অনেকেই হতাশ হয়েছিলেন। কেননা গেইলের বিধ্বংসী ব্যাটিং ছাড়া কি আর আইপিএল জমে! জমে উঠেছে তো! ক্রিস গেইলকে ছাড়াই আইপিএল জমিয়ে তুলেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অসি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। শুধু মারকুটেই নন, আশ্চার্য্য রকম ধারাবাহিকও বটে। প্রথম তিন ম্যাচে যেন একাই পাঞ্জাব এনে দিয়েছেন বিশাল জয়।
প্রথম ম্যাচে করেছেন ৪৩ বলে ৯৫ রান। দ্বিতীয় ম্যাচে ৪৫ বলে ৮৯ রান। তৃতীয় ম্যাচে আবারও প্রথম ম্যাচের পুনরাবৃত্তি। ৪৩ বলে ৯৫ রান। তিন ম্যাচেই হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। প্রথম ম্যাচে তো ম্যাক্সওয়েলের বীরত্বে চেন্নাই সুপার কিংসের দেওয়া ২০৬ রানের টার্গেটেও যেন সহজেই পৌঁছে যায় কিংস ইলেভেন। পরের দুই ম্যাচে তো প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। তবে পাঞ্জাব টানা তিন ম্যাচে জয় এনে দিয়েও খানিকটা আফসোসে পুড়ছেন অসি এই মারকুটে তারকা। কেননা ম্যাচে তিনটি সেঞ্চুরি করতে পারতেন ম্যাক্সওয়েল। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ সেরার পুরস্কার হাতে তিনি বলেন, 'তিন ম্যাচেই যদি সেঞ্চুরি হতো তবে আরও ভালো লাগতো। তবে এটা ভেবে ভালো লাগছে আমি দলের প্রয়োজনে বড় ইনিংস খেলেছি। দলও জয় পেয়েছে।'
সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপেও অসি এই তারকা দারুণ ব্যাটিং করেছেন। সেই ধারাবাহিকতায় আইপিএল মাতিয়ে দিচ্ছেন। নিজের ধারাবাহিকতা সম্পর্কে বলতে গিয়ে ম্যাক্সওয়েল বলেন, 'আমি মনে হয় খুবই ভাগ্যবান। যখন যেভাবে ব্যাটিং করতে চাই ঠিক সেভাবেই করতে পারি। আমি প্রথমে দেখি বলটা কোথায় পড়ছে। তারপর ব্যাট চালাই। আমার আলাদা কোনো পরিকল্পনা থাকে না। সবাই মাঠে নামার আগে যেমন চিন্তা করে আমিও তাই করি। তবে আমি নির্দিষ্ট বোলারকে বেছে নেই।'