নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান জেসে রাইডারকে ঘিরে রয়েছে বিতর্ক। একবার তিনি পানশালার বাইরে অজ্ঞাত ব্যক্তির কর্তৃক মারাত্দকভাবে আহত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। ২০১২ সালে মাদক পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়ে ৬ মাস নিষিদ্ধও হয়েছিলেন। সব শেষ ভারত সফরের আগে অতিরিক্ত মদ খাওয়ার জন্য দল থেকে বাদ পড়েন। তবে আবারও ক্রিকেটে ফিরেছেন রাইডার। ইংলিশ কাউন্টি ক্লাব এসেক্সে সঙ্গে তার চুক্তি হয়েছে।