আজ ৪১ বছরে পা দিলেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। ক্রিকেট থেকে অবসরের পর এই প্রথম জন্মদিন পালন করছেন এ লিটল মাস্টার। আইপিএলের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দুবাইয়ে ছিলেন তিনি। কিন্তু জানা যায়, এই বিশেষ জন্মদিন পালন করবার জন্য দুবাই থেকে দু'দিন আগে বাড়ি ফিরে এসেছেন। পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে জন্মদিন কাটানোর জন্যই বাড়ি ফিরা তার। জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন শচীন।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০তম টেস্ট খেলার পরে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শচীন। দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে ভারত রত্ন পুরস্কারও পেয়েছেন। পাশাপাশি রাজ্যসভার সাংসদ। রাজ্যসভার সাংসদ হিসেবে ভোট নিয়ে শচীন বলেছেন, 'ক্রিকেটে প্রত্যেকটা রান গুরুত্বপূর্ণ। নির্বাচনে প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। তাই নিজের ভোটাধিকারকে হালকাভাবে নেওয়া উচিত নয়। বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত আছেন। একইসঙ্গে ভারতীয় সুপার লিগে কোচি দলটিকে কিনেছেন। ক্রিকেটের পাশাপাশি দেশের ফুটবলের উন্নতি করতে মরিয়া শচীন।