ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরুণ প্রতিভাবান উইঙ্গার আদনান জানুজাজ জানিয়ে দিয়েছেন আগামী বিশ্বকাপে বেলজিয়ামের হয়েই খেলবেন।
জানুজাজের খেলার খবরে উচ্ছ্বসিত বেলজিয়ামের জাতীয় কোচ মার্ক উইলমটস। তিনি টুইট করেছেন , 'আমি সরকারী সুত্রে খবর পেয়েছি জানুজাজকে বেলজিয়ামের জাতীয় দলের নির্বাচন করা যাবে। এটা খুবই ভাল খবর। জানুজাজের মতো তরুণ প্রতিভাকে বেলজিয়াম দলে খেলাতে পারব বলে ভাল লাগছে। ও খেললে বেলজিয়াম দল আরও শক্তিশালী হবে।'
পারিবারিক সুত্রে জানা গেছে, আলবেনিয়া, কসোভো, তুরঙ্ক, সার্বিয়া ও ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক জড়িত। এই পাঁচটি দেশের জাতীয় দলের হয়েই খেলতে পারতেন তিনি। কিন্তু জানুজাজ জানিয়ে দিয়েছেন যে সে বেলজিয়ামের হয়ে খেলবেন।