ভক্তদের ধারণা ছিল, এবারও হয়তো মুম্বাইয়ের ক্রিকেটারদের সঙ্গেই জন্মদিন পালন করবেন শচীন টেন্ডুলকার। 'আইকন'-এর জন্য আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করবেন মুম্বাই ইন্ডিয়ানসের মালিক। দুই ছেলে-মেয়েকে নিয়ে অঞ্জলি ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে ছুটে যাবেন। কিন্তু এবার তা হয়নি। উল্টো এবার শচীনই হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে চলে এসেছেন। শুধু যে জন্মদিন পালন করতেই লিটল মাস্টার ভারতে উড়ে এসেছেন তা নয়! ভোট দিতে এসেছেন ব্যাটিং জিনিয়াস। জন্মদিন পালন এবং ভোটাধিকার প্রয়োগ -এক সঙ্গে দুই কাজই করতে পেরে দারুণ খুশি টেন্ডুলকার। টুইটারে তিনি লিখেছেন, 'জন্মদিনটা দারুণভাবে শুরু হলো। গর্বিত নাগরিক হিসেবে আমি ভোটাধিকারও প্রয়োগ করলাম।' ভক্তদের ভোট প্রদানে উৎসাহ যোগাতে তিনি লিখেছেন, 'আমি ভোট দিয়েছি, আপনি ভোট দিয়েছেন তো?' আরও লিখেছেন, 'ক্রিকেটে প্রতিটি রানই যেমন হিসাব করা হয়, প্রতিটি রানই অনেক মূল্যবান, তেমনি নির্বাচনে প্রতিটি ভোটই মহামূল্যবান।' ব্যাটিং জিনিয়াস ৪২-এ পা রাখলেন। শচীন টেন্ডুলকারের এবারের জন্মদিনটা অন্য যে কোনো বারের চেয়ে আলাদা। ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর টেন্ডুলকারের প্রথম জন্মদিন এটি। অনেক দিন পর বাড়িতে সবার সঙ্গে জন্মদিন পালন করলেন ভারতীয় এই গ্রেট। এর আগে বেশির ভাগ জন্মদিন পালন করতে হয়েছে টিম হোটেলে সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে। শচীন টেন্ডুলকার গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ভারতীয় ক্রিকেট জিনিয়াস ২০০টি টেস্ট ও ৪৬৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন মাত্র একটি। শচীনই একমাত্র ক্রিকেটার যার সব ধরনের ক্রিকেটেই সেঞ্চুরি রয়েছে (আন্তর্জাতিক টি-২০ ছাড়া)। টেস্ট ও ওয়ানডে মিলে সেঞ্চুরির সেঞ্চুরিও করেছেন তিনি। ঘরোয়া লিগসহ টেন্ডুলকারের মোট সেঞ্চুরির সংখ্যা ২৪২টি। শুধু তাই নয়, ক্রিকেটের অধিকাংশ রেকর্ডই তার হাতের মুঠোয়।