বিষয়টা অনেকের কাছেই ধাঁধার মতো লেগেছে। শ্রীলঙ্কার বিশ্বকাপ ও এশিয়া কাপ জয়ী দলের প্রধান কোচ পল ফারব্রেস নাকি ইংল্যান্ড দলের সহকারী কোচ হচ্ছেন! কিন্তু টাকায় কি না হয়! গত পরশু ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি) ফারব্রেসের নিয়োগের ব্যাপারে নিশ্চিত করেছে। ফারব্রেস প্রধান কোচ পিটার মুরসের সঙ্গে কাজ করবেন। ইসিবি প্রধান নির্বাহী ডেভিড কুলিয়ার ও ম্যানেজিং ডিরেক্টর পল ডাউনটন ফারব্রেসকে ছেড়ে দেওয়ার জন্য লঙ্কান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিয়েছেন। ইংল্যান্ডে জন্ম নেওয়া কোচ ফারব্রেস ইংলিশ দলের কোচিং স্ট্যামে যুক্ত হতে পেরে অভিভূত। তিনি বলেন, 'নিজ দেশের জাতীয় দলের সঙ্গে কাজ করা অবশ্যই দারুণ একটা ব্যাপার। এটা এমন একটা প্রস্তাব ছিল যা আমি ফিরিয়ে দিতে পারিনি।
একইভাবে শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে কাজ করাটা এবং সাম্প্র্রতিক সাফল্যও আমি উপভোগ করেছি।'