কেএফসি মহিলা ফুটবল
৩০ এপ্রিল শুরু হচ্ছে 'কেএফসি ওমেন্স ফুটবল সুপার লিগ ২০১৩। প্রতিযোগিতায় ৪৪টি জেলা ৬টি ভেন্যুতে অংশ নিবে। চূড়ান্ত পর্বে মোট আটটি দল অংশ নিবে। ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন দল ছাড়াও গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি চূড়ান্ত পর্বে খেলবে।
নৌবাহিনী ভলিবল
শেষ হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক ভলিবল প্রতিযোগিতা-২০১৪। আট দিনব্যাপী প্রতিযোগিতায় নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ও ঘাঁটির মোট নয়টি দল অংশ দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বানৌজা ঈসা খান এবং রানার্সআপ হয় বানৌজা তিতুমীর দল। ঈসাখানের ফয়সাল হোসেন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরস্কার বিতরণ করেন কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমি কমডোর এম নাজমুল হাসান (এন), পিএসসি, বিএন।
এয়ারটেল রাইজিং স্টারস
মোবাইল কোম্পানি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে আয়োজিত 'এয়ারটেল রাইজিং স্টারস' এর দ্বিতীয় বছরের চূড়ান্ত নির্বাচিত ১২ জন খেলোয়াড় ওল্ড ট্র্যাফোর্ডে এক সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। এবারের চূড়ান্ত ১২ জন হলো মুস্তাজিক খান ও মাহামুদ হোসেন ফাহিম, অনিক হোসেন, নাঈম ইসলাম ও সাবি্বর হোসেন, ইমন বিশ্বাস, মাহবুবুর রহমান, হাফিজুর রহমান, সোলায়মান হক ও খোকন মিয়া, মশিউর রহমান এবং সোহানুর রহমান। তারা প্রশিক্ষণের পাশাপাশি ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম নরউইচ সিটির মধ্যে অনুষ্ঠিতব্য একটি খেলা দেখার সুযোগ পাবেন।