অ্যালাইঞ্জ এরিনাতে বায়ার্ন-রিয়াল ম্যাচের ৫৭ মিনিট অতিক্রান্ত হয়েছে। এরই মধ্যে জার্মান জায়ান্টদের বুকে তিনবার ছুরি চালিয়েছেন রামোস-রোনালদো। ৫৮তম মিনিটে আরিয়েন রোবেনের একটা দুর্দান্ত শট যখন গোল বারের উপর দিয়ে চলে গেল, দেখা গেল পেপ গার্ডিওলাও এতে চরম বিরক্ত । নিজের মাথায় আঘাত করে বিরক্তিটা প্রকাশ করতে বিন্দুমাত্র দেরি করেননি তিনি। মঙ্গলবার গভীর রাতে অ্যালাইঞ্জ এরিনাতে পুরো ম্যাচ জুড়েই এমন বিরক্ত হতে হয়েছে পেপ গার্ডিওলাকে। রোনালদো-রামোস ম্যাজিকে প্রথমবারের মতো অ্যালাইঞ্জ এরিনাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৪-০ গোলের এ জয়ে লস ব্ল্যাঙ্কোসরা এক যুগ পর পৌঁছে গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। ২০০২ সালে সর্বশেষ ফাইনাল খেলে শিরোপা জয় করেছিল রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে সেমিফাইনালে লস ব্ল্যাঙ্কোসদের জয়ের ব্যবধান ৫-০!
সার্জিও রামোসের অসাধারণ দুটি হেডে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর শুরু হলো রোনালদো ম্যাজিক। ৩৪ মিনিটে ফরাসি তারকা করিম বেনজেমা, ওয়েলসিয়ান বেলে এবং রোনালদো ত্রয়ীর দুর্দান্ত এক ফুটবল প্রদর্শনী দেখে অ্যালাইঞ্জ এরিনার দর্শকরা। মাঝ মাঠ থেকে বেনজেমার পাসে বল নিয়ে 'বোল্ট' গতিতে এগিয়ে চলেন বেলে। ডি বক্সে দাগ স্পর্শ করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন বেলে। তবে তার আগেই বেলের ক্রসে বল পেয়ে গেছেন রোনালদো। নিউয়ার 'বুলেট' গতির শটটা কেবল চেয়ে চেয়ে দেখলেনই। এই গোলের মধ্য দিয়েই রোনালদো পিছনে ফেললেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসিকে (১৪)। এটা ছিল রোনালদোর ১৫তম গোল! এরপর ৯০ মিনিটে আরও একটি গোল করে রেকর্ডটাকে নিয়ে গেলেন ১৬তে। ফাইনাল তো এখনো বাকিই! পরাজয়ের পর দায়টা নিজের কাঁধেই নিয়ে নিলেন কোচ পেপ গার্ডিওলা। 'আমরা বড় ধরনের পরাজয়ের শিকার হয়েছি। খুবই খারাপ খেলেছি আমরা। এর দায় পুরোটাই আমার।' কেন? ব্যাখ্যাটাও দিয়েছেন গার্ডিওলা। একাদশ বাছাইয়ে ভুল করেছেন তিনি। এদিকে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলত্তির হাত ধরে লা ডেসিমা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। লিসবনে ২৪ মে'র ফাইনালে এই দুরন্ত দলটা চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে দশম শিরোপা উপহার দিতেই পারে। যদি তাই হয়, তবে কার্লো আনসেলত্তি প্রথম কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে তিনটা শিরোপা জয়ের রেকর্ড গড়বেন। এর আগে তিনি এসি মিলানের কোচ হিসেবে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন।
এক মৌসুমে সর্বোচ্চ গোল
ফুটবলার গোল মৌসুম
ক্রিস্টিয়ানো রোনালদো ১৬ ২০১৩-১৪
লিওনেল মেসি ১৪ ২০১১-১২
হোসে আলতাফিনি ১৪ ১৯৬২-৬৩
মারিও গোমেজ ১২ ২০১১-১২
লিওনেল মেসি ১২ ২০১০-১১
ক্রিস্টিয়ানো রোনালদো ১২ ২০১২-১৩
নিস্তলরয় ১২ ২০০২-০৩