বাংলাদেশ রানার্সআপ
জাপানের রাজধানী টোকিওতে বিশ্বকাপ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের পঞ্চম বিভাগে রানার্সআপ হয়েছে বাংলাদেশ পুরুষ দল। অন্যদিকে মহিলাদের চতুর্থ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছে বাংলাদেশ মহিলা দল। বাংলাদেশ পুরুষ দল টুর্নামেন্টে কঙ্গো, বতসোয়ানা, গানসি মাদাগাস্কারের সঙ্গে জয় পেয়েছে। এর ফলে নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।
ফাহাদ শীর্ষে
মোহামেডান আন্তর্জাতিক স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের পঞ্চম রাউন্ডের খেলা শেষে ক্ষুদে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রাহমান পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। এই গ্রুপে চার পয়েন্ট করে নিয়ে ভারতের অর্ক সেনগুপ্ত ও বিসিএসআইআর স্কুলের রাব্বী মৃধা দ্বিতীয় স্থানে রয়েছেন।
ওয়ালটন-বিএসজেসি ক্রিকেট
ওয়ালটন-বিএসজেসি (বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি) প্রীতি ক্রিকেট ম্যাচে ওয়ালটন ২৭ রানের জয় পেয়েছে। গত বৃহস্পতিবার গাজীপুরের উৎসব গার্ডেনে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওয়ালটনের ক্রিকেটাররা নির্ধারিত দশ ওভারে ১২০ রান করে। জবাব দিতে নেমে দশ ওভারে ৯৩ রানে শেষ হয় বিএসজেসি দলের ইনিংস। এদিন উৎসব গার্ডেনে বিএসজেসি সদস্যদের মেলা বসেছিল প্রীতি ম্যাচকে ঘিরে।