টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসস্থ ঘাটাইল গলফ ক্লাবে ২ দিনব্যাপী প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট-২০১৪ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সফিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী এ এস এম আনিছুল কবির, গলফ ক্লাবের সদস্য, সামরিক কর্মকর্তা এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী গলফাররা।
এই টুর্নামেন্টে ৯০ জন গলফার প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন। প্রাইম ব্যাংকের সৌজন্যে টুর্নামেন্টের আয়োজন করা হয়।