লা লিগার ম্যাচে রায়ো ভালেকানো ও অ্যাথলেটিক বিলবাওয়ের মধ্যে খেলা শুরু হওয়ার আগেই খেলা বন্ধ হয়ে যায়। শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর। খেলা শুরুর আগে ভায়োকানোর হোম ম্যাচে কাগজের টুকরোগুলো যখন মাঠে উড়ে আসছিল তখন কেউ ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি। কিন্তু দেখতে দেখতে সবুজ ঘাসের মাঠ নানা রঙের কাগজে ভরে গেল। ঢেকে গেল একদিকের গোলের ছয় গজ বক্স।
ফুটবলাররা মাঠের মধ্যে দাঁড়িয়ে গেছে। পুরো মাঠ পরিষ্কার করে খেলা শুরু করা ছিল খুবই দুষ্কর বিষয়। কেননা একটি গোল পোস্ট যদি পুরোটাই ঢেকে থাকে তাহলে খেলা শুরুটা আসলেই অসম্ভব। এমন অবস্থায় গোলের চারপাশটা পরিষ্কার করা শুরু হলো। কিন্তু গ্রাউন্ডসম্যানরা যতই পরিষ্কার করছে ততই উড়ে আসছে কাগজ।
শেষ পর্যন্ত কাগজ বৃষ্টি শেষে কোনো রকমে খেলার উপযুক্ত করা হয় মাঠকে। শুরু হয় খেলা। ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় অ্যাথলেটিক।