বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত, দিনাজপুর ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দিনাজপুর বড় ময়দানে দিনাজপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান মিঞা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিনাত আরা চৌধুরী মিলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোকাদ্দেম আনোয়ার ওয়ান্ডার, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার ।
উদ্বোধনী খেলায় নীলফামারী ও ঠাকুরগাঁও জেলা দল অংশগ্রহণ করে। খেলায় ঠাকুরগাঁও জেলা দল নীলফামারী জেলা দলকে ২-০ গোলে পরাজিত করে। কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ এর দিনাজপুর ভ্যানুতে নক আউট ভিত্তিতে খেলায় রংপুর বিভাগের ৬টি জেলা দল অংশগ্রহণ করবে।
নীলফামারী জেলা, ঠাকুরগাঁও জেলা, লালমনিরহাট জেলা, রংপুর জেলা, পঞ্চগড় জেলা এবং স্বাগতিক দিনাজপুর জেলা দল। ৪ মে রোববার লালমনিরহাট জেলা - রংপুর জেলা , ৫ মে সোমবার পঞ্চগড় জেলা-দিনাজপুর জেলা দল খেলায় অংশগ্রহণ করবে। ৭ মে বুধবার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।