'আমি একটা ভুল করেছি।' রিয়াল মাদ্রিদের কাছে অ্যালাইঞ্জ এরিনাতে ৪-০ গোলে পরাজয়ের দায়টা স্বীকার করে এমন মন্তব্যই করেছিলেন বায়ার্ন মিউনিখের স্প্যানিশ কোচ পেপ গার্ডিওলা। সেই ভুলটা কি ছিল! এই নিয়েও বক্তব্য দিয়েছিলেন তিনি। তবে গত কয়েকদিনে জার্মান পত্রিকাগুলো পেপ গার্ডিওলার ভুলটাকে চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছে। এর মধ্যে সাবেক জার্মান কিংবদন্তিদের মন্তব্যও রয়েছে। লোথার ম্যাথুস তো বলেই দিয়েছেন, এটা বার্সেলোনা নয়। বায়ার্ন মিউনিখ। এখানে ফুটবলারদের সঙ্গে কাতালান হিসেবে আচরণ করলে হবে না। বায়ার্ন হিসেবেই তাদেরকে খেলাতে হবে। এমন অসংখ্য মন্তব্যে পেপ গার্ডিওলার কোচিং আদর্শ অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে গত কয়েক দিনে। তবে স্প্যানিশ এই কোচ নিজের আদর্শে বিশ্বাস হারাতে রাজি নন। বরং দৃপ্ত কণ্ঠে বলে দিয়েছেন, তিনি কোনোভাবেই বদলাবেন না।
'ক্লাবকেই ঠিক করতে হবে আমাকে রাখবে কিনা। আমি বদলাব না। বরং রিয়াল মাদ্রিদের কাছে পরাজয়ের পর আমার ফুটবল আদর্শের উপর আস্থা আরও বেড়েছে।' গার্ডিওলার এই বক্তব্যকে অনেকেই ঔদ্ধত্ব মনে করতে পারেন। তবে নিজের ফুটবল আদর্শে দৃঢ়তার সঙ্গে টিকে থাকার ইঙ্গিতও পেতে পারেন অনেকে। বায়ার্ন মিউনিখের গতির সঙ্গে টিকিটাকা মোটেও মানানসই হচ্ছে না। এমন বক্তব্যও অনেকে দিয়েছেন। এসব নিয়ে তেমন একটা চিন্তিত নন গার্ডিওলা। বরং গতির সঙ্গে টিকিটাকার মিলন হলে যে ফুটবল কতটা সুন্দর হতে পারে, তার বহু প্রমাণ তিনি দিয়েছেন বার্সেলোনায় থাকাকালীন।