অগ্রণী ব্যাংকের জয়
প্রিমিয়ার ব্যাংক চ্যাম্পিয়ন ফুটবল লিগে অগ্রণী ব্যাংক পুরো পয়েন্ট সংগ্রহ করেছে। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের একমাত্র ম্যাচে তারা ২-০ গোলে ভিক্টোরিয়াকে পরাজিত করে। দ্বিতীয়ার্ধে তাজিন ও মান্নাফ গোলগুলো করেন।
ভলিবল লিগ
ন্যাশনাল ব্যাংক প্রিমিয়ার ভলিবল লিগের শুভ সূচনা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গতকাল লিগের উদ্বোধনী খেলায় দলটি ২৫-৫, ২৫-৪ ও ২৫-১১ সেটে ঢাকা সবুজ ক্লাবকে হারিয়ে দেয়। অগ্রণী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন।
মুম্বাইয়ের জয়
অবশেষে জয়ের দেখা পেল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। কাল কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারায় তারা। চলতি আসরে এটি পাঞ্জাবের প্রথম হার। প্রথমে ব্যাট করে ঋদ্ধিমান সাহা ও ম্যাঙ্ওয়েলের ঝড়ো ব্যাটিং ৫ উইকেটে ১৬৮ রান করে পাঞ্জাব। সাহা ৫৯ এবং ম্যাঙ্ওয়েল করেন ৪৫ রান। ১৬৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মুম্বাই। মাত্র ১২ বলে অপরাজিত ২৮ রান করেন ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড।
ফের কোচ ওয়াকার
আবারও পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে দুইবছর মেয়াদি চুক্তির জন্য প্রস্তাব দিয়েছে। এর আগে ওয়াকার নিয়ে নিজেই কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করে পিসিবি সভাপতি নাজাম শেঠির সঙ্গে দেখা করেন। সে সময় কিছু শর্তও দিয়েছিলেন ওয়াকার। যার একটি _তিনি বিদায়ী কোচ ডেভ হোয়াটমোরের সম পরিমাণ পারিশ্রমিক দাবি করেছেন। শর্তগুলো ইতিবাচকভাবেই নিয়েছে পিসিবি। এর আগেও ২০১০ ও ২০১১ সালে পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের সাবেক এই পেসার। কিন্তু 'ব্যক্তিগত' কারণে তিনি পদত্যাগ করেছিলেন।