গ্রুপে দ্বিতীয় হলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত। এএফসি প্রেসিডেন্ট কাপে গ্রুপের দলগুলোর শক্তির বিচার করলে দ্বিতীয় রাউন্ডে খেলার সুবর্ণ সুযোগ রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রের। সে টার্গেট নিয়েই আজ দুপুর সাড়ে ১২টায় কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে শেখ রাসেল। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় শেখ রাসেল খেলবে ‘ক’ গ্রুপে। গ্রুপের বাকি তিন দল স্বাগতিক শ্রীলঙ্কান এয়ার ফোর্স, পাকিস্তানের কেআরএল ফুটবল ক্লাব এবং ভুটানের উজিয়েন একাডেমি। প্রেসিডেন্ট কাপে তিন গ্রুপে অংশ নিচ্ছে মোট ১১টি দল। ‘বি’ গ্রুপে খেলবে চারটি এবং ‘সি’ গ্রুপে খেলবে তিন দল। এর মধ্যেই শুরু হয়ে গেছে ‘সি’ গ্রুপের খেলা। টুর্নামেন্টে শেখ রাসেলের প্রথম খেলা ৭ মে, প্রতিপক্ষ পাকিস্তানের কেআরএল ফুটবল একাডেমি। দ্বিতীয় খেলা শ্রীলঙ্কা এয়ার ফোর্সের বিপক্ষে ৯ মে এবং শেষ খেলা ১১ মে উজিয়েন একাডেমির বিপক্ষে। ‘বি’ গ্রুপের খেলাগুলো হবে ফিলিপাইনের ব্যাকোলোড সিটিতে। ‘সি’ গ্রুপের খেলা মঙ্গোলিয়ার উলানবাটোরে। চূড়ান্ত পর্বে অংশ নিবে মোট ছয় দল। লটারিতে বিভক্ত হয়ে ছয় দল খেলবে দুই গ্রুপে। চূড়ান্ত পর্বের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত পর্বের খেলা শুরু ২২ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর ফাইনাল। এএফসি প্রেসিডেন্ট কাপে এর আগে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
কিন্তু কোনো দলই চূড়ান্ত পর্বে খেলতে পারেনি। তবে রাসেলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য কাল সংবাদ সম্মেলনে পরিষ্কারভাবে জানিয়েছেন চূড়ান্ত পর্বে খেলাই দলের টার্গেট, ‘লিগে হয়তো আমরা ভালো খেলছি না। লিগে ভালো খেলতে না পারলেও আমরা এএফসি প্রেসিডেন্ট কাপে ভালো খেলার বিষয়ে আশাবাদী। আমাদের কোচ যেভাবে আমাদের কোচিং করাচ্ছেন, তাতে চূড়ান্ত পর্বে খেলার আশা করছি। চূড়ান্ত পর্বে খেলাই আমাদের টার্গেট।’ দলের মন্টেনেগ্রিয়ান কোচ ড্রাগান ডুকানোভিক বলেন, ‘চূড়ান্ত পর্বে খেলাই আমাদের টার্গেট। আমি টুর্নামেন্টে দেশি ফুটবলারদের উপরই ভরসা রাখব। দুজন বিদেশি খেলানোর পরিকল্পনা রয়েছে।’ গতবারের ট্রিপল জয়ী শেখ রাসেলের অবস্থা খুব ভালো নয় ঘরোয়া ফুটবলে। তারপরও দলের কর্ণধার নুর আলম চৌধুরী আশাবাদী দল নিয়ে, ‘এটা শুধু শেখ রাসেলের নয়, পুরো দেশের গৌরভ। আমরা ঘরোয়া ফুটবলে ভালো করতে পারছি না ঠিকই, তারপরও ছেলেরা কমিটমেন্ট করেছে টুর্নামেন্টে ভালো খেলার বিষয়ে।’ টুর্নামেন্ট খেলতে যাওয়ায় নিটল টাটা বাংলাদেশ লিগে শেখ রাসেলের খেলাগুলো আপাতত বন্ধ থাকছে। অন্য দলগুলোর খেলা চলবে নিয়মিতভাবে।
শিরোনাম
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
কলম্বো যাচ্ছে শেখ রাসেল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর